স্টাফ রিপোর্টার, কদমতলা, ৬ আগস্ট।। তৃণমূলকে পাত্তা দিতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা৷ এর আগেও তারা দু’বার রাজ্যে এসেছিলেন৷ ১৮ বিধানসভা ভোটের আগে মমতা ব্যানার্জী আস্তাবলে জনসভা করে গিয়েছিলেন৷ এবারও তারা এসেছেন৷
‘খেলা হবে’ স্লোগান কিংবা পশ্চিমবাংলা থেকে উড়ে আসা নেতাদের পাত্তা দিতে নারাজ বিজেপি সভাপতি৷ শুক্রবার কদমতলা-কুর্তি বিধানসভায় মণ্ডল কার্যকারিণী সভায় যোগ দিতে আসেন বিজেপি সভাপতি৷ তার সাথে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক টিংকু রায়৷
সাত সঙ্গম কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়৷ বিজেপি সভাপতিকে বিভিন্ন জায়গায় সংবর্ধনা প্রদান করে দলীয় কর্মী-সমর্থকরা৷
আগামী তিন মাস সংগঠন কীভাবে চলবে, দলীয় কার্যকর্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন সভাপতি এবং আগামী বিধানসভা ভোটে কদমতলায় বিজেপি ভালো ফল করবে বলে জানান মানিক সাহা৷
এই সাংগঠনিক সভায় ছিলেন জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, মণ্ডল সভাপতি রাজা ধর, ব্লক চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যান্য নেতৃত্বরা৷ সভা শেষ করে কদমতলার দলীয় অফিসে আসেন তারা৷
অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা ও টিংকু রায়কে আগরের চারা ও আতর দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়৷
তাছাড়া কদমতলায় আগর বাজার স্থাপন সহ আগর ব্যবসায়ী ও চাষিদের বিভিন্ন দাবি নিয়ে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়ের হাতে স্মারক লিপিও তুলে দেওয়া হয়৷