অনলাইন ডেস্ক, ৭ আগস্ট।। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বাবরী মসজিদ নিয়ে বিজেপিকে টার্গেট করেছেন। ওয়াইসি বলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন, তিনি কওমকে বলবেন যে বিজেপি মসজিদ শহিদ করেছে।
টেলিভিশনে চ্যানেলটির সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি অযোধ্যায় গিয়েছিলেন কি না? জবাবে তিনি বলেন, আমরা সেখানে ২০১৬ সালে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি।
তিনি ওই সাংবাদিককে বলেন, যদি অন্য কিছু আপনার মনে আসে, তাহলে আমাকে বলুন। এরপরে ওই সাংবাদিক বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে রাম মন্দির তৈরি হচ্ছে, অনেকেই সেখানে যাচ্ছেন। পর্যটকরা আসবেন। ওয়াইসি সাহেব কী দর্শন করতে যাবেন? ওই প্রশ্নের জবাবে ওয়াইসি বলেন, ‘আমি এই বিষয়ে আগেও খোলাখুলি কথা বলেছি এবং আজও বলছি।
যতদিন বেঁচে আছি, আমরা আমাদের সম্প্রদায়কে বলতে থাকব যে স্বাধীন ভারতে বাবরী মসজিদ সুপ্রিম কোর্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপি শহিদ করেছিল এবং যদি বিজেপি সেখানকার মসজিদকে শহিদ না করত, তাহলে কী আজকে এই সিদ্ধান্ত হত? এটা আমাদের মসজিদ ছিল, আছে এবং থাকবে।’