স্টাফ রিপোর্টার, আমবাসা, ৭ আগস্ট।। আক্রান্ত হলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। শনিবার ফেসবুক লাইভে দেবাংশু ক্ষোভ উগরে দিয়ে বলেন, তাঁর গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়ে মারা হয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেবাংশু আরও বলেন, যুব তৃণমূল নেতা সুদীপ রাহার মাথা ফেটেছে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও, তাদের কোনও সাহায্য মেলেনি। দেবাংশু ঘটনা প্রসঙ্গে বলেন, ‘আমরা পাহাড়ের উপর একটি গাড়ি দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ-ই আমাদের গাড়ি লক্ষ করে একের পর এক পাথর ছুড়তে থাকে বিপ্লব দেবের দল। আমাদের সারা গায়ে, মাথায় কাচ। গাড়ির ভিতরে আধলা ইট। যা দিয়ে কাচ ভাঙা হয়েছে।
আমাদের সুদীপের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে’দেবাংশুর দাবি, আমি মাথা নিচু করে বসে যাই। পাথরটা সুদীপের মাথায় লাগে।ওর মাথা ফেটে গেছে। ঘটনাস্থল থেকে একশো মিটার দূরে পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে ছিল।
সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ বাহিনীর উদ্দেশে দেবাংশু আরও বলেন, যদি মনে হয়, ‘ত্রিপুরায় কেউ আসতে পারবে না, এলে এই ভাবে আক্রমণ হবে, তা হলে সেটা স্পষ্ট করে বলে দিন।
আমবাসার মাটিতে এক সঙ্গে এত মানুষের রক্ত ঝরুক। গোটা দেশ দেখুক। আপনারা কী চাইছেন”?ভিডিয়োয় দেখা যায়, মাথায় আঘাত পেয়ে মাটিতেই বসে পড়েন সুদীপ রাহা।
The absolute lawlessness and police inaction in #Tripura under @BjpBiplab's misrule is beyond staggering!
We won't be cowed down by this faint-hearted attack by @BJP4Tripura! pic.twitter.com/EYodQW0FAD
— AITC Tripura (@AITC4Tripura) August 7, 2021
আগাগোড়া ত্রিপুরার পুলিশ প্রশাসনকে এক হাত নিয়ে দেবাংশু বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হচ্ছে, এ বার যুব তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়া হল।
এই ঘটনায় ট্যুইট করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “ত্রিপুরায় বিজেপির দুষ্কৃতীরা আসল রং দেখিয়ে দিয়েছে। এই বর্বর হামলা প্রমাণ করে সেখানে বিপ্লব দেবের সরকারের আমলে গুন্ডারাজ চলছে।
আপনাদের হুমকি আক্রমণ শুধুমাত্র আপনাদের অমানবিকতা প্রমাণ করে। যা খুশি করুন, তৃণমূল নিজের জায়গা থেকে এক ইঞ্চি সরবে না”।
শনিবার সকালে আমবাসা এলাকা দিয়ে যাওয়ার সময় দেবাংশু ভটাচার্য সহ তৃণমূল কর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটে। আক্রান্ত হয়েছেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, যুব সংগঠনের নেত্রী জয়া দত্ত ও যুবনেতা সুদীপ রাহা।