অনলাইন ডেস্ক, ৭ আগস্ট।। টোকিও কমিউটার ট্রেনে ছুরি হাতে সহযাত্রীদের ওপর হামলা চালিয়েছেন এক লোক। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
ঘটনার অভিযুক্ত হিসেবে ৩৬ বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। নারীর ‘সুখী মুখ’ দেখে রাগান্বিত হয়ে তাদের খুন করার জন্য এই হামলা করেন বলে পুলিশকে জানান তিনি।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে সেইজোগাকুয়েন স্টেশনের কাছে এক ট্রেনের যাত্রীদের ওপর এই হামলা চালান লোকটি।
ছুরিকাঘাতে এক নারী শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। অন্যান্যরা তেমন গুরুতর আহত হননি। ট্রেনের ক্রিউ পরে নিজ দায়িত্বে যাত্রীদের কাছের স্টেশনে নিয়ে যান।
ট্রেনের ভেতরে গোলমালের শব্দ শোনার পর জরুরিভাবে ট্রেন থামান ড্রাইভার। তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজন লোকটি লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।
তবে পালিয়ে বাঁচতে পারেননি তিনি। বিভিন্ন সুবিধা পাওয়া যায় এমন এক দোকানে গিয়ে নিজে থেকে ওই দোকানে থাকা এক কর্মচারীকে বলেন, ‘ট্রেনে এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে তার অভিযুক্ত আমি। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। ‘