অনলাইন ডেস্ক, ৭ আগস্ট।। ভারতে অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসন একক ডোজ ভ্যাকসিন। কেন্দ্র সরকার এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া।
শনিবার কেন্দ্রীয় মন্ত্রী মাণ্ডাভিয়া ট্যুইট করে বলেন, ‘জরুরি ব্যবহারের জন্য ভারতে অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন। এই নিয়ে এখন দেশে ৫টি ইইউএ সমর্থিত ভ্যাকসিন হল। এই ভ্যাকসিন আসার ফলে করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে।’
মার্কিন ফার্মাস জায়ান্ট জনসন অ্যান্ড জনসন একক ডোজ কোভিড ভ্যাকসিন জ্যানসেন ভারত সরকার কর্তৃক জরুরি ব্যবহারের অনুমোদন (ইইউএ) প্রাপ্ত পঞ্চম ভ্যাকসিন হল।
এখন পর্যন্ত ভারতে চারটি টিকা ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশন (ইইউএ) পেয়েছে। এগুলি হল অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি এবং মডারেনা।
ভ্যাকসিন প্রস্তুতকারী মার্কিন সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এর ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। করোনার প্রতিষেধক হিসেবে এই ভ্যাকসিনটি ৮৫ শতাংশ কার্যকরী। ডেল্টা ধরণ ও নয়া স্ট্রেনের সঙ্গে লড়াই করতে এটি কার্যকরী।
গত ৫ আগস্ট জনসন অ্যান্ড জনসন ভারতে জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন জানায়।