অনলাইন ডেস্ক, ৭ অগাস্ট।। আটালান্টা থেকে টটেনহামে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। এই আর্জেন্টাইন ডিফেন্ডারের সঙ্গে ৪৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছে স্পার্সরা।
টটেনহামের এটি দ্বিতীয় সর্বোচ্চ ফি’র চুক্তি। ২০১৯ সালে সর্বোচ্চ ৫৩.৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফরাসি মিডফিল্ডার ট্যাঙ্গুই এনদোম্বেলেকে দলে নিয়েছিল তারা।
২৩ বছর বয়সী রোমেরো আর্জেন্টিনার হয়ে চলতি বছর কোপা আমেরিকা জিতেছেন। ভোটে গত মৌসুমে সিরি’আর সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছিলেন তিনি।আগামী প্রিমিয়ার লিগকে সামনে রেখে রোমেরো-সহ এ নিয়ে তিন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করল টটেনহাম।
স্পার্সদের সঙ্গে চুক্তির আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, ‘টটেনহামকে সবকিছু দিতে প্রস্তুত। এই জার্সি পড়ব, তার জন্য আমি আনন্দিত। আমি সকল সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই তাদের বার্তার জন্য। তোমরা আমাকে এখানে চেয়েছিলে, আর এখন আমি এখানে।’