Admission: অবৈজ্ঞানিক কোন সিদ্ধান্ত ভর্তি প্রক্রিয়ায় চাপিয়ে দেওয়া যাবে না, বলল এসএফআই

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ আগস্ট।। বিগতবছর সাধারণ ডিগ্রি কলেজগুলিতে নয়া শিক্ষানীতি অনুযায়ী ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া নিয়ে দেখা গিয়েছিল দুর্ভোগ৷

ছাত্র-ছাত্রীদের দীর্ঘ কয়েকমাস লেগে যায় সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হতে৷ কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য উচ্চশিক্ষা দপ্তরকে সমস্ত ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে চলতি বছরের ছাত্রছাত্রীদের জন্য৷

অবৈজ্ঞানিক কোন সিদ্ধান্ত ভর্তি প্রক্রিয়ায় চাপিয়ে দেওয়া যাবে না৷ গতবছর ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হয়৷

এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়৷ এই সমস্ত দাবি জানিয়ে শুক্রবার উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মার কাছে ডেপুটেশন প্রদান করে এসএফআই ও টিএসইউ৷

তাদের আরও বক্তব্য কিষান উদয় স্কলারশিপ উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ৷ কিন্তু এই বছর স্কলারশিপ প্রদানকে কেন্দ্র করে নানা ধরনের দুর্নীতি সামনে এসেছে৷

ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন অভিযোগ রয়েছে৷ এটা রাজ্য সরকারের স্কলারশিপ নয়৷ কেন্দ্রীয় সরকার ও ইউজিসি-র তত্ত্বাবধানে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ৷

এই অভিযোগের উপর উচ্চ শিক্ষা দপ্তর নির্দিষ্ট কর্তৃপক্ষের নজরে আনুক তার দাবি জানানো হয়৷ এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন এসএফআই’র রাজ্য সম্পাদক সন্দীপন দেব৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?