স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৬ আগস্ট।। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত একই পরিবারের শিশুসহ তিনজন৷ ঘটনা, শুক্রবার আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের গকুলপুর শাস্ত্রীজি সংঘ এলাকায়৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার আগরতলা থেকে টিআর ০৮-৮২২৮ নম্বরের একটি হাঙ্ক বাইকে করে বিলোনিয়া মহকুমাধীন ঋষ্যমুখ এর বাসিন্দা কেশব সেন উনার স্ত্রী ও ছেলেকে নিয়ে আগরতলা থেকে উদয়পুর হয়ে ঋষ্যমুখ যাচ্ছিলেন।
যাওয়ার সময় জাতীয় সড়কের উপর গকুলপুর আসতেই একটি সেলেরিও গাড়ি বাইকটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ এতে বাইকে থাকা তিনজনই গুরুতর আহত হন৷
জাতীয় সড়কে দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই উদয়পুর থেকে দমকলকর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ এরপরে ঘটনাস্থলে ছুটে যায় রাধাকিশোরপুর থানার পুলিশ৷