স্টাফ রিপোর্টার, খোয়াই, ৬ আগস্ট।।নয়াদিল্লিতে অবস্থানরত টি এস আর জওয়ানরা রাজ্যের নাম উজ্জ্বল করছেন নয়াদিল্লিতে অবস্থানরত রাজ্যের টি এস আর জওয়ানরা নিজেদের কাজের মাধ্যমে ত্রিপুরার নাম উজ্জ্বল করছেন।
রাজ্যে শান্তি স্থাপনেও বিশেষ ভূমিকা রয়েছে টি এস আর জওয়ানদের। আজ খোয়াই জেলার ১০ নং টি এস আর ব্যাটেলিয়নের সি (চার্লি) কোম্পানির কলাবাগান ক্যাম্প পরিদর্শন শেষে জওয়ানদের সাথে মতবিনিময় করার সময় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি টি এস আর ব্যাটেলিয়নের ক্যাম্প তিনি পরিদর্শন করবেন। এদিন তিনি জওয়ানদের ব্যারাক, খাবার ঘর সহ ক্যাম্পের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এই ক্যাম্পে কর্তব্যরত রয়েছেন ৩০ জন টি এস আর জওয়ান।
জওয়ানদের সাথে মতবিনিময়ের সময় মুখ্যমন্ত্রী তাদের বিভিন্ন সুযোগ সুবিধা ও সমস্যার বিষয়ে খোঁজখবরও নেন। মুখ্যমন্ত্রী বলেন, ভি আই পি নিরাপত্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা সবেতেই ডাক পড়ে টি এস আর জওয়ানদের।
নিজেদের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিয়েছে এই বাহিনীর জওয়ানরা। এমনকি এক সময়ের ত্রিপুরার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই বাহিনীর জওয়ানরা। মুখ্যমন্ত্রী বলেন, টি এস আরের অধিকাংশ জওয়ানই কৃষক পরিবার থেকে এসেছেন।
তাদের পরিবার একদিকে যেমন আমাদের অন্নের যোগান দিচ্ছেন তেমনি তাদের সন্তানেরা নাগরিকদের সুরক্ষার দায়িত্বে রয়েছেন। মুখ্যমন্ত্রী টি এস আর জওয়ানদের স্থানীয় এলাকায় কোভিড টিকাকরণ সম্পর্কে জনজাগরণ তৈরি করতে পরামর্শ দেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার যখন টি এস আর জওয়ানদের দিল্লি পাঠানোর সিদ্ধান্ত নেয় তখন অনেক বিদ্রুপের মুখে পড়তে হয়েছিলো। জওয়ানদের বনবাসে পাঠানো হচ্ছে বলেও একটা অংশ সমালোচনা করেছিলো।
কিন্তু দিল্লিতে পাঠানো সেই টি এস আর জওয়ানরা এখন নিজের কাজের মধ্য দিয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করছেন। তাদের থেকে অভিজ্ঞতা নিয়ে বহু জওয়ান বহিরাজ্যে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন।
আরও একটি রাজ্যে টি এস আর জওয়ানদের পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এজন্য প্রচুর আবেদন জমা পড়েছে বলেও তিনি জানান।
এই বাহিনীর নামের সঙ্গে যেহেতু ত্রিপুরার নাম জড়িত তাই তাদের কাজের মাধ্যমে রাজ্যের মুখ উজ্জ্বল করতে জওয়ানদের প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করলে এর মূল্যায়ন হবেই। পদ বড় নয়। সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করাটাই বড় কথা।
এদিন টি এস আর ক্যাম্প পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক স্মিতা মল প্রমুখ।