Tokyo Olympics: টোকিও অলিম্পিকে মেয়েদের হকিতে ব্রোঞ্জ জয়ের স্বপ্ন ভেঙে গেছে ভারতের

অনলাইন ডেস্ক, ৬ আগস্ট।। টোকিও অলিম্পিকে মেয়েদের হকিতে ব্রোঞ্জ জয়ের স্বপ্ন ভেঙে গেছে ভারত। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে গ্রেট ব্রিটেনের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হেরে গেছে তারা।

শুরুতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ২০১৬ রিও অলিম্পিকের সোনা জয়ী ব্রিটেন। তবে তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে ভারত। ব্যবধানটাও ৩-২ করে নেয় তারা।

এরপর সমতায়ও ফিরেছিল ভারতের মেয়েরা। কিন্তু পেনাল্টি কর্নার থেকে ব্রিটেনকে জয়সূচক গোল এনে দেন গ্রেস বালসডন।

মেয়েদের হকির ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এর আগে টোকিও অলিম্পিকে ছেলেদের হকিতে ভারতকে সন্তুষ্ট থাকতে হয় ব্রোঞ্জ জয়ে। জার্মানির বিপক্ষে কষ্টার্জিত জয়ে এক দীর্ঘ অপেক্ষার অবসানও হয় তাদের। ৪১ বছর পর ছেলেদের হকিতে পদক জেতে ভারত।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?