অনলাইন ডেস্ক, ৬ আগস্ট।। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি বলেছেন, কেন্দ্রীয় সরকারকে তিনটি কালো কৃষি আইন বাতিল করতে হবে। এ নিয়ে আলোচনায় কোনও কাজ হবে না। শুক্রবার যন্তরমন্তরে আন্দোলনরত কৃষকদের সমর্থনে পৌঁছানো রাহুল গান্ধি বলেন, কৃষকদের সমর্থনে সমগ্র বিরোধী দল সংসদ থেকে যন্তরমন্তরে এসেছে।
এখানে বিরোধীরা এসেছেন ভারতের সব কৃষককে তাদের পূর্ণ সমর্থন দিতে। রাহুল গান্ধি বলেন, সংসদে কী হচ্ছে আপনারা সকলেই জানেন। আমরা ‘পেগাসাস’ নিয়ে সংসদে আলোচনা করতে চাই কিন্তু এটা নিয়ে বিতর্ক হচ্ছে না। রাহুল বলেন, নরেন্দ্র মোদি দেশের প্রত্যেকের ফোনে পেগাসাস ভরে দিয়েছেন।
কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে বিরোধী দলের একটি দল শুক্রবার যন্তরমন্তরে যান। প্রায় সব বিরোধী দলের নেতারা এই দলে শামিল ছিলেন। এদিন, বেলা সাড়ে ১২টায় সংসদ থেকে বিরোধীদলীয় নেতাদের একটি প্রতিনিধি দল বাসে করে যন্তরমন্তরের উদ্দেশ্যে রওয়ানা হন। আন্দোলনরত কৃষকরা যন্তরমন্তরে কিষাণ সংসদের আয়োজন করেছেন।
এই কৃষকরা নয়া কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যন্তরমন্তরে কৃষক সংসদ কর্মসূচি পালন করছেন। এবং কেন্দ্রীয় সরকারের কাছে বিতর্কিত ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।