স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৬ আগস্ট।। “যুদ্ধ নয় শান্তি চাই” পারমানবিক বোমা আর নয়। হিরোশিমা নাগাসাকি দিবস মানব জাতির কাছে এক অভিশপ্ত দিন।
অতিমারি করোনা মহামারিতেও মানব জাতি অতি বিষন্ন মনে দিনটিকে আজও স্মরন করে। তারই অংগ হিসাবে উদয়পুরে ভারতীয় ছাত্র ফেডারেশনের দলীয় অফিসে হিরোশিমা নাগাসাকি দিবস পালিত হয়।
আজ থেকে ৭১ বছর আগে ১৯৪৫ সালে ৬ ই আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পর পর দুই টি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটল।বিস্ফোরণের পর সেখানে প্রানের অস্তিত্ব টিকিয়ে রাখা খুবই কষ্টকর হয়ে যায়।
আজও জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর তার স্মৃতি বহন করে চলছে। তাইতো সাড়া পৃথিবীতে একটাই স্লোগান “যুদ্ধ নয় শান্তি চাই”।
মানব সভ্যতার ইতিহাসে এই ভয়াবহ দিনকে স্মরন করেন শুএবার ভারতের ছাএ ফেডারেশন উদয়পুর শাখার উদ্যোগে দলীয় অফিসে হিরোশিমা নাগাসাকি দিবস পালিত হয়।
পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পস্তবক দিয়ে এই দিনটিকে স্মরন করা হয়। উপস্থিত ছিলেন প্রতীম শীল, রাজেশ বৈষ্ণব ও নিখিল দাস সহ প্রমুখরা।