Life Jacket: যুবকের মর্মান্তিক মৃত্যুর পর তৎপর প্রশাসন, রুদ্রসাগরে পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৫ আগস্ট।। এক যুবকের মর্মান্তিক মৃত্যুর পর টনক নড়লো প্রশাসনের৷ গত ১ আগস্ট রুদ্রসাগরের জলাশয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে৷

এরপরই পর্যটকদের নিরাপত্তার জন্য সিপাহীজলা জেলা প্রশাসন মেমোরেন্ডাম ইস্যু করে প্রত্যেকটি বোটের পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট বিতরণের নির্দেশ জারি করে সিপাহীজলা জেলা প্রশাসন৷

গত ২ আগস্ট সিপাহীজলা জেলার জেলাশাসক এ বিশ্বেশ্বরী বি একটি মেমোরেন্ডাম ইস্যু করেন৷ মেমোরেন্ডামটির নম্বর হল নং.এফ.১৬(৫)-ডিএম/এসপিজে/ ডিডিএমসি/ ২০১৯-২০ / ৩৯১৩-১৮ ডেটেড ০২-০৮-২০২১৷ মেমোরেন্ডামটিতে গত ১ আগস্ট রুদ্রসাগরে এক যুবকের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে৷

তা উল্লেখ করে বলা হয়েছে এই ধরনের মৃত্যুর ঘটনা এড়াতে সমস্ত ধরণের আগাম ব্যবস্থা নিতে হবে৷ আগাম ব্যবস্থা হিসেবে পর্যটকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা গার্ডের ব্যবস্থা করতে হবে৷

একই সঙ্গে রুদ্রসাগরের প্রতিটি বোটের জন্য পর্যাপ্ত সংখ্যক সুরক্ষা গার্ডের ব্যবস্থা করার জন্য মেমোরেন্ডামে উল্লেখ করা হয়েছে৷ প্রতিটি বোটের মালিক এবং সংশ্লিষ্ট দপ্তরকে সুরক্ষা গার্ডের ব্যবস্থা করতে হবে৷

বোট চালানোর সময় তা নিশ্চিত করতে হবে৷ পর্যটকদের সুরক্ষা গার্ডের পরানোর ব্যাপারে দায়িত্বে থাকবেন৷ মেমোরেন্ডামটি পাঠানো হয়েছে সোনামুড়ার এসবিএস রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতি এবং এসডিএফও’এ৷

উল্লেখ্য সুরক্ষা গার্ড না থাকায় গত ১ আগস্ট রুদ্রসাগরে জলে ডুবে রাজধানীর শান্তিপাড়া এলাকার এক বাসিন্দার যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে৷

এর আগে রুদ্রসাগরের পর্যটকদের সুরক্ষার বিষয়ে প্রশাসনের কোনপ্রকার হেলদোল ছিল না৷ ওই যুবকের মৃত্যুর পর শেষ পর্যন্ত টনক নড়লো প্রশাসনের৷ শেষ পর্যন্ত স্বস্তি ফিরে এলো প্রশাসনের৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?