অনলাইন ডেস্ক, ৬ আগস্ট।। হংকংয়ের কয়েক হাজার বাসিন্দাদের অস্থায়ীভাবে ‘নিরাপদ আশ্রয়’ দেওয়া হবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, হংকংয়ের বাসিন্দাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে চীন। হংকং থেকে আসা অধিবাসীদের ১৮ মাস থাকার অনুমতি দেবে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা হংকংয়ের কয়েক হাজার বাসিন্দা এই সুবিধা পেতে পারে।
তিনি আরও বলেন, হংকংয়ের অধিবাসীদের থাকতে দেওয়ার ব্যাপারে তাদের ‘বাধ্যতামূলক পররাষ্ট্র নীতির কারণ’ রয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার সীমাবদ্ধতা আরোপ ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে চীন গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করছে।
গত বছর অঞ্চলটিতে চীনের জোরপূর্বক নিরাপত্তা আইন গ্রহণের পর হংকং থেকে আসা লোকদের স্থায়ীভাবে বসবাসের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র।