অনলাইন ডেস্ক, ৬ আগস্ট।। অবশেষে স্বপ্ন পূরণ হলো জ্যাক গ্রিলিশের। ব্রিটিশ রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যাস্টন ভিলা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার।
২৫ বছর বয়সী তারকা সিটিজেনদের সঙ্গে ৬ বছরের চুক্তি করেছেন। ইতিহাদে তাকে দেখা যাবে ১০ নম্বর জার্সিতে। সম্প্রতি সার্জিও আগুয়েরো সিটি ছাড়ার পর এই নম্বর খালি ছিল।
ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রান্সফার ফির আগের রেকর্ডটি ছিল পল পগবার। ২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাস ছেড়ে দ্বিতীয়বার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এই ফরাসি মিডফিল্ডার।
গ্রিলিশের সঙ্গে সিটির চুক্তি এবার সেই রেকর্ড ভেঙে দিল। সেই সঙ্গে ফুটবল ইতিহাসে ৯ম দামি ফুটবলার হলেন তিনি।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তির পর ইংলিশ মিডফিল্ডার বলেন, ‘সিটি দেশের সেরা ক্লাব এবং তাদের কোচ বিশ্বের সেরা কোচ হিসেবে বিবেচিত। এই ক্লাবের অংশ হওয়ায় আমার স্বপ্ন সত্যি হলো। ’
শনিবার ওয়েম্বলিতে কমিউনিটি শিল্ডে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে কোচ পেপ গার্দিওলার অধীনে সিটিতে অভিষেক হতে পারে গ্রিলিশের।