অনলাইন ডেস্ক, ৬ আগস্ট।। ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ এখন চীনে বাড়ছে। দেশটির উহানে খোঁজ মেলা করোনা ভাইরাসের প্রথম রূপের দেড় বছরের অভিযোজনের ফল এই ডেল্টা রূপ।চীনের সরকারি তথ্য বলছে, গত কয়েক সপ্তাহে দেশটির অন্তত ১৬টি প্রদেশে এই ডেল্টা রূপের সন্ধান মিলেছে।
এক মাস আগেও নিজেদের করোনামুক্ত দেশ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা সাজাচ্ছিল চীন। করোনার বিরুদ্ধে তারা যে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছিল, তার সোজা বাংলা করলে দাঁড়ায় করোনা ভাইরাসের সঙ্গে কোনও রকম আপস করা হবে না। আপাতত সেই চীনেই ডেল্টা আক্রান্ত কয়েকশো রোগীর খোঁজ মিলেছে।
আক্রান্ত এলাকাগুলোর সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সবরকম যোগাযোগ ব্যবস্থা।চীনের বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যে মাস্ক না পরা এবং করোনাবিধি না মানার গা-ছাড়া প্রবণতা দেখা গেছে বিভিন্ন প্রদেশে। সেই প্রবণতার কারণেই ডেল্টা রূপ আরও বেশি ছড়িয়ে থাকতে পারে।