স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৬ আগস্ট।। ধলাই জেলার গন্ডাছড়ার মুক্তিমা কলোনি রাবার প্রসেসিং সেন্টারে দূর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।
দুর্নীতির অভিযোগ এনে আবার চাষীরা রাবার প্রসেসিং সেন্টার এর তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। গন্ডা ছড়ায় মুক্তিমা কলোনিতে একটি রাবার প্রসেসিং সেন্টার রয়েছে।
গন্ডাছড়া মুত্তিমা কলোনীস্হিত রাবার প্রসেসিং সেন্টারে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।দুর্নীতির অভিযোগ এনে শুক্রবার তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে রাবার চাষীরা।
জানা যায়, টিআরপিসি পরিচালিত রাবার প্রসেসিং সেন্টারে চাষিরা রাবার কস দিতে গিয়ে পরিমানে কম পাচ্ছে।
সেন্টারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রাবার চাষিদের কাছ থেকে প্রতিনিয়ত কস বেশি নিচ্ছে অথচ পরিমানে তাদের কম দেখানো হচ্ছে বলে চাষিদের অভিযোগ।
এরই প্রতিবাদে রাবার চাষিরা শুক্রবার গন্ডাছড়ার পঞ্চরতন মুত্তিমা কলোনীস্হিত রাবার প্রসেসিং সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
অবিলম্বে দুর্নীতি মুক্ত করা হলে তারা আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। রাবার প্রসেসিং সেন্টারের তালা ঝুলিয়ে দেওয়া সেখানকার কাজকর্ম মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
রাবার বাগানের মালিক ও শ্রমিকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাবার প্রসেসিং সেন্টারে দুর্নীতি দূর করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাবার চাষীরা।