Attack: পাচার বাণিজ্যের দুই গ্রুপের প্রকাশ্যে সংঘর্ষ, রক্তাক্ত ছয়জন, কুড়িজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৫ আগস্ট।।
পাচার বাণিজ্যকে কেন্দ্র করে বক্সনগর বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে বৃহস্পতিবার সকাল ১০টার সময়৷ দুই পক্ষের ৬জন আহত হয়৷

ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যার সময়৷ মধ্য বক্সনগরের বাংলাদেশ সীমান্তে লাগোয়া এক ব্যবসায়ীর বাড়ি থেকে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ প্রচুর পরিমাণ পটকা বাজি উদ্ধার করে৷

বাজির মালিকের ধারণা গ্রামের এক যুবক বিএসএফকে দিয়ে বাজিগুলি ধরিয়েছে৷ এনিয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির পর্ব ঘটে যায়৷ পরবর্তী সময়ে ব্যাপারটা আলোচনার মাধ্যমে শেষ করা হবে বলে সিদ্ধান্ত হয়৷

এরই মধ্যে বৃহস্পতিবার সকাল ১০টার সময় জুয়েল হোসেন নামে এক পক্ষের যুবক বক্সনগর বাজারে আসে৷ নিচের বাজারে তাকে আটকে মারধর করে অন্য পক্ষের আনোয়ার হোসেন৷

এই সময় জুয়েল গ্রুপের সমীর হোসেন ঘটনাস্থলে আসলে আনোয়ার তাকেও মারধর করে৷ খবর পেয়ে জুয়েল গ্রুপের বেশ কয়েকজন ঘটনাস্থলে আসে এবং আনোয়ারকে মেরে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে৷

এই অবস্থায় আনোয়ারের ভাইয়েরাও ঘটনাস্থলে এসে পাল্টা আক্রমণ করলে জুয়েল গ্রুপের বেশ কয়েকজন আহত হয়৷ আহতরা হল ময়নাল হোসেন, ছাদ্দাম হোসেম, সালমান হোসেন, জুয়েল হোসেন এবং সমীর হোসেন৷

প্রায় এক ঘণ্টা যাবৎ দিনদুপুরে বাজারের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকে৷ পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷

এরপর দুই পক্ষ থেকে ৩টি অভিযোগপত্র জমা পড়ে৷ এতে ২০ জনের নামে মামলা দায়ের করা হয়৷ পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?