অনলাইন ডেস্ক, ৬ আগস্ট।। নতুন চুক্তিতে স্বাক্ষর করার ইচ্ছে নিয়ে ছুটি কাটিয়ে ক্যাম্প ন্যুয়ে ফিরেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেই ফেরাটাই এখন বিদায়ের ক্ষণ হতে যাচ্ছে আর্জেন্টাইন তারকার।
বার্সেলোনার সঙ্গে ২০ বছরের সম্পর্ক শেষ হচ্ছে মেসির। কাতালান জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না তিনি।
বৃহস্পতিবার রাতে আচমকা এই খবরে নড়েচড়ে বসে ফুটবল বিশ্ব। বার্সা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানায়, ক্লাব ছাড়ছেন মেসি।
কিন্তু তার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। অনুমিত ছিল, বার্সার সঙ্গে মেসির চুক্তির। এমনকি অনেক ফুটবল বোদ্ধা জানান, ক্যাম্প ন্যুয়েই পেশাদারি ক্যারিয়ার শেষ করবেন এলএমটেন।
কিন্তু সবার ভবিষ্যদ্বাণী মিথ্যে হয়ে যেতে এক মুহূর্তও লাগল না। বার্সায় আর থাকছেন না মেসি। এখনো তিনি ফ্রি এজেন্ট। পরবর্তী গন্তব্য ঠিক না হলেও, বার্সার ছাড়ার খবরের মধ্যে শোনা যাচ্ছে পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে যোগাযোগ হয়েছে তার। মেসির সাবেক বার্সা সতীর্থ নেইমারও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ইঙ্গিত দিয়েছেন।
সেখানে মেসির সঙ্গে কেন নতুন চুক্তি সম্ভব নয় এবং বার্সেলোনার বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
লাপোর্তে বলেন, ‘মেসির সঙ্গে চুক্তি অডিটের পরে ক্লাবকে বিরাট ঝুঁকিতে ফেলে দিতে পারে। খেলোয়াড়, কোচদের ওপরে ক্লাব।’
তিনি আরও জানান, ‘মেসি আমাদের সঙ্গে যে চুক্তিতে সম্মত হয়েছিল ফেয়ার প্লের (অর্থনৈতিকভাবে) কারণে তাতে স্বাক্ষর করা সম্ভব নয়।’
বৃহস্পতিবার রাতে ‘আর্থিক ও কাঠামোগত বাধার কারণে’ মেসির সঙ্গে নতুন চুক্তি সম্ভব জানায় বার্সা।