World Record: ১৯ হাজার ৩০০ ফুট উঁচুতে সড়ক তৈরি করে নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফেলল ভারত

অনলাইন ডেস্ক, ৫ আগস্ট ।। পাকা সড়ক নির্মাণে নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফেলল ভারত। ১৯ হাজার ৩০০ ফুট উঁচুতে সড়ক তৈরি করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)।

লাদাখের দুর্গম পার্বত্যাঞ্চলে নির্মিত এই সড়কটি এখন বিশ্বের সবচেয়ে উঁচু সড়কের রেকর্ড দখল করেছে। কেন্দ্রশাসিত লাদাখের পূর্বাঞ্চলে অবস্থিত উমলিংলা পাসে ৫২ কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক তৈরি করা হয়েছে।

যা বিশ্বের সবচেয়ে উঁচু স্থানে নির্মিত সড়ক। সমুদ্রপৃষ্ঠ থেকে এ সড়ক ১৯ হাজার ৩০০ ফুট উঁচুতে অবস্থিত। এর আগে, সবচেয়ে উঁচু জায়গায় সড়কের রেকর্ডটি ছিল বলিভিয়ার।

দেশটির ওই সড়ক সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ৯৫৩ ফুট উঁচুতে অবস্থিত। ভারতের নতুন এ সড়ক ব্যবহার করে সহজে ও অল্প সময়ে লেহ শহর থেকে পার্বত্য চুমার সেক্টরের গুরুত্বপূর্ণ শহরগুলোয় যাওয়া যাবে।

মনে করা হচ্ছে, লাদাখের পর্যটন শিল্পের বিকাশে এ সড়ক সহায়ক হবে। জানা যায়, ১৯ হাজার ৩০০ ফুট উঁচুতে অবস্থিত এ সড়ক বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেসক্যাম্পের চেয়েও উঁচুতে।

নেপালের অংশে এভারেস্টের বেসক্যাম্প ১৭ হাজার ৫৯৮ ফুট উঁচুতে অবস্থিত। আর তিব্বত অংশে এভারেস্টের বেসক্যাম্পের উচ্চতা আরও কম, ১৭৬ হাজার ৯০০ ফুট।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?