অনলাইন ডেস্ক, ৫ আগস্ট।। টোকিও অলিম্পিকে পুরুষ হকি দলের ব্রোঞ্জ জয়কে ঐতিহাসিক বলে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জার্মানিকে ৫-৪ হারিয়ে দেশের জন্য ব্রোঞ্জ নিয়ে এসেছে পুরুষ হকি দল৷ প্রায় ৪১ বছর পর হকিতে দেশের এই পদক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা।
প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন, ঐতিহাতিক, এই দিনটি ভারতীয় মনে থেকে যাবে চিরকাল৷ পুরুষ হকি দলকে অভিনন্দন৷ তাঁরা ঘরে নিয়ে এল ব্রোঞ্জ পদক৷ এই জয়ের মধ্যে দিয়ে তাঁরা গোটা দেশ, বিশেষত যুবদের আরও অনুপ্ররণা জোগাবে৷
দেশ হকি দলকে নিয়ে গর্বিত৷’ ভারতীয় পুরুষ হকি দল টোকিও অলিম্পিক্সে ইতিহাস সৃষ্টি করল। শুরুতেই ম্যাচে টানটান উত্তেজনা নিয়ে ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরু কয়েক মিনিটের মধ্যেই ১ গোল করে এগিয়ে যায় জার্মানি।
ম্যাচের ১৭ মিনিটের মাথায় গোল করে ভারত। দল ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে পরাজিত করে তারা। ১৯৮০ সালের পর হকি দল পদক জিতেছিল।
সামগ্রিক অলিম্পিক্সের ইতিহাসে হকিতে এটি ভারতের ১২তম পদক। ম্যাচের এক পর্যায়ে ভারতীয় দল ১-৩ পিছিয়ে ছিল। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণাত্মক খেলে জার্মানি।
ম্যাচের ফল হয়ে যায় ৩-১। দুই গোলে এগিয়ে থাকে জার্মানি। কিন্তু ভারতের পালটা লড়াইয়ে সমতায় ম্যাচ। খেলার ফলাফল ৩-৩। এর পরে, দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচটি জিতে নেয় খেলোয়াড়রা।