অনলাইন ডেস্ক, ৫ অগাস্ট।। সেপ্টেম্বর-অক্টোবরে সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে এই সফরে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা।
১৮ বছর পর এই এশিয়ান ক্রিকেট পরাশক্তিদের মাটিতে খেলবে নিউজিল্যান্ড। সর্বশেষ তারা পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৩ সালে।নিউজিল্যান্ডের সফরের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানায়, ’১৮ বছর পর নিউজিল্যান্ড পাকিস্তান সফরে আসছে নিশ্চিত করছে পিসিবি।’
দুই দলের ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ লাহোরে যাবে কিউইরা। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু এই সিরিজের সব ম্যাচ হবে গাদ্দাফি স্টেডিয়ামে।
২০০৯ সালে সফরে থাকা শ্রীলঙ্কার ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর প্রায় এক দশক পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিষিদ্ধ ছিল। এরপর গত কয়েক বছর ধরে নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পথে হাঁটছে পিসিবি। সেই যাত্রায় সফলতার পথে পাকিস্তান।