অনলাইন ডেস্ক, ৫ আগস্ট।। মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে ফের আন্দোলন আরও জোরদার করতে চলেছে আন্দোলনকারী কৃষকরা। তার জন্য তারা আগামী ১৫ আগস্টের দিনটিকেই বেছে নিয়েছে। এর আগে প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির বুকে জোরদার আন্দোলন করেছিল কৃষকরা। তাই নিয়ে জলঘোলাও কম হয়নি।
এবার বিতর্কিত তিন কৃষি বিল বাতিলের দাবিতে ১৫ আগস্ট কিসান আজাদি সংগ্রাম দিবস পালন করবে দিল্লি সীমানায় আন্দোলনকারী কৃষকেরা। দেশজুড়ে তিরঙ্গা হাতে এবার মিছিল করবে কৃষকরা, বুধবার এমনটাই জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চা।
ঠাণ্ডা কনকনে শীতের রাতকে উপেক্ষা করে, আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা। এর পর কেন্দ্র ও আন্দোলনরত কৃষকদের মধ্যে বহুবার বৈঠক হলেও সমাধান সূত্র মেলেনি।
বুধবার সংযুক্ত কিসান মোর্চা’র পক্ষ থেকে ৪০টি কৃষক সংগঠন এক বিবৃতিতে বলা হয়, “আগামী ১৫ আগস্ট সমস্ত কৃষক ও শ্রমিকরা প্রতিটি ব্লক, জেলার সদর দফতর থেকে ধরনা শুরু হবে। সাইকেল, বাইক, গরুর গাড়ি, ট্রাক্টরে করে এই মিছিল বের করবে। সকলের হাতে তিরঙ্গা থাকবে।”
আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন, কৃষি আইনের প্রতিবাদে তাঁরা ওইদিন কোনও পতাকা উত্তোলন করবেন না। বিজেপি নেতা ও তাদের জোটসঙ্গী দলগুলিকেও সমস্ত অনুষ্ঠান থেকে বয়কট করা হবে