স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ আগস্ট।। মঙ্গলবার আন্দোলনকারী পড়ুয়াদের উপর পুলিশের অমানবিক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কংগ্রেস সেবাদল বুধবার আন্দোলন কর্মসূচি নেয়৷
কংগ্রেস ভবন থেকে মিছিল নিয়ে বের হতেই পুলিশ মিছিলের গতি রোধ করে৷ মিছিলে থাকা দলীয় কর্মীদের আটক করে৷ সেবাদলের নেতা নিত্য গোপাল রুদ্র পাল মঙ্গলবার পুলিশের ভূমিকার সমালোচনা করেন৷
তিনি বলেন, রাজ্য সরকার আগে জানিয়েছিল এবার করোনার কারণে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে৷ কিন্তু কথা রাখেনি সরকার৷
রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করেছেন৷ মঙ্গলবারের ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র নেতাকে পুলিশ ডেকে হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ রাজ্যব্যাপী আন্দোলন তীব্র করার ডাক দেন তিনি৷
উল্লেখ্য, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য সবাইকে পাশ করিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয় আগরতলা৷
এনএসইউআই ছাত্র বিক্ষোভ থেকে ১০০ শতাংশ পাশের দাবি জানায়৷ এক সময় ছাত্র বিক্ষোভ রণক্ষেত্রের আকার নেয়৷ পুলিশের সাথে ছাত্রছাত্রদের ধবস্তাধস্তি হয়৷ বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছে৷
পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ উঠে৷ সন্ধ্যায় মহকুমা পুলিশ আধিকারিকদের সাথে দেখা করেন তারা৷ সে সময় ছাত্র নেতাদের পুলিশ হুমকি দিয়েছে বলে তারা অভিযোগ করেছেন৷
মঙ্গলবার সড়ক অবরোধ তুলে নিতে প্রথমে পুলিশ আধিকারিকরা ছাত্রনেতাদের বোঝানোর চেষ্টা করেন৷
তারপরেই তাদের উপর হামলে পড়ে পুলিশ৷ অনেক পড়ুয়াদের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে৷