অনলাইন ডেস্ক, ৫ আগস্ট।। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ইতিমধ্যেই ভূবনেশ্বর টিকাকরণে ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে, প্রশাসনের থেকে দাবি করা হয়েছে। এই অবস্থায় সমস্ত দিক বিচার করে আগামী ১৬ আগস্ট থেকে ভক্তদের জন্য খুলছে পুরীর জগন্নাথ মন্দির।
তবে মন্দির খুললেও থাকছে বিধিনিষেধ। প্রধম পাঁচদিন শুধুমাত্র পুরীর বাসিন্দারাই মন্দিরে প্রবেশের অনুমতি পাবে। জগন্নাথ মন্দিরের প্রশাসক বোর্ডের প্রধান এ দিন এই ঘোষণা করেছেন৷
করোনা সংক্রমণে দ্বিতীয় ঢেউয়ের সময় থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে দ্বার ভক্তদের জন্য বন্ধ করা হয়েছিল। ১৬ অগাস্ট মন্দির খোলার পর শনি ও রবিবার সপ্তাহান্তে সরকারি বিধিনিষেধ মেনে ফের বন্ধ থাকবে মন্দিরের দরজা৷
২৩ অগাস্ট সোমবার থেকে ফের সর্বসাধারণ পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। মন্দির খোলা থাকবে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত।
তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র থাকতে হবে। ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র না থাকলে মন্দির প্রবেশের সর্বোচ্চ ৯৬ ঘন্টা আগে করা আরটি- পিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকতে হবে৷ আগামী আগামী ৩০ অগাস্ট জন্মাষ্টমীর বন্ধ থাকছে মন্দির।
এতদিন পর মন্দির খোলায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ভক্তদের মধ্যে। রথযাত্রার সময়ও করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে কারণে সাধারণের প্রবেশের অনুমতি ছিল না মন্দিরে। এমনকী সেই সময় কারফিউ জারি করা হয়েছিল।