অনলাইন ডেস্ক, ৫ আগস্ট।। দারুণ একটা দিন পার করল ভারত। ট্রেন্ট ব্রিজে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল ইংল্যান্ড। স্বাগতিকদের প্রথম ইনিংস ১৮৩ রানেই গুটিয়ে দিল সফরকারীরা।
পরে ১৩ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২১ রান তুলে দিন শেষ করে বিরাট কোহলির দল।
প্রথম ইনিংসে তারা পিছিয়ে আছে ১৬২ রানে।
বুধবার ইংলিশরা মাত্র ৪৫ রানে শেষ ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় দুই শর নিচে স্কোরে।
৬৬ রানে ৩ উইকেট পতনের পর জনি বেয়ারস্টোকে নিয়ে চতুর্থ উইকেটে ৭২ রান যোগ করেন অধিনায়ক জো রুট। ২৯ রান করা বেয়ারস্টাকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ শামি। এরপরই ছন্দ পতন দলটির।
জো রুট ভারতীয় বোলারদের সপ্তম শিকার হওয়ার আগে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন। ১০৮ বলে ১১ চারে সাজান নিজের ইনিংস। শার্দুল ঠাকুরের বলে এলবিডব্লিউ হন তিনি।
ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ ৪৬ রানে ৪ উইকেট শিকার করেন।
মোহাম্মদ শামি ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
রোহিত শর্মা (৯) ও লোকেশ রাহুল (৯) বৃহস্পতিবার নতুন দিনের ব্যাটিং শুরু করবেন।