অনলাইন ডেস্ক, ৪ আগস্ট।। প্রথমবার সমুদ্রে পাড়ি দিল আইএসি বিক্রান্ত৷ ভারতে তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ বিক্রান্তের পরীক্ষামূলকভাবে সমুদ্রে পাড়ি দেওয়ার খবর বুধবার নৌবাহিনীর তরফে জানানো হয়েছে৷
বিক্রান্তের প্রথম সমুদ্রযাত্রাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ৷
বিক্রান্তের প্রথম ‘সি ট্রায়াল’ সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী টুইটারে লিখেছেন, ‘দেশে তৈরি বিমানবাহী জাহাজ বিক্রান্তের প্রথম সমুদ্রযাত্রা প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রতি আমাদের প্রতিশ্রুতির সাফল্য৷
কোভিড পরিস্থিতিতেও এই প্রকল্পের সঙ্গে যুক্তদের কর্তব্যনিষ্ঠা এবং দায়বদ্ধতা নতুন নজির গড়েছে৷ ভারতবাসী হিসেবে আমাদের গর্বিত করেছে’৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটিশ নৌবাহিনীর জন্য তৈরি করা বিমানবাহী যুদ্ধজাহাজ হারকিউলিস পঞ্চাশের দশকে কিনেছিল ভারত৷
নাম দেওয়া হয় আইএসি বিক্রান্ত৷ ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে উজ্জ্বল ভূমিকা ছিল ভারতীয় নৌসেনার সেই বিক্রান্তের৷
#IAC has been designed with a high degree of automation for machinery operation, ship navigation and survivability It has a top speed of ~28 knots and cruising speed of 18 knots with an endurance of ~7,500 nautical miles.The ship can accommodate fixed wing and rotary aircraft. pic.twitter.com/0t97LVW9Ow
— PRO Defence Palam (@DefencePROPalam) August 4, 2021
প্রায় ৪ দশক কাজ করার পরে নববইয়ের দশকের শেষপর্বে বিক্রান্ত অবসর নেয়৷ ভেঙে ফেলা হয় জাহাজটি৷ কিন্তু তারই স্মৃতিতে তৈরি হয়েছে প্রথম ‘ভারতীয়’ বিমানবাহী যুদ্ধজাহাজটি৷
২৬২ মিটার দৈর্ঘ্য, ৬২ মিটার চওড়া এবং ৫৯ মিটার উঁচু আইএনএস বিক্রান্তে ১,৭০০-রও বেশি নৌসেনা এবং অফিসারের থাকার ব্যবস্থা রয়েছে৷ রয়েছে মহিলা অফিসারদের থাকার জন্য পৃথক ব্যবস্থা৷
সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৮ নট(প্রায় ৫২ কিলোমিটার) রানওয়ের দৈর্ঘ্য ৯০ মিটারেরও বেশি৷ ফলে ‘অ্যারেস্টেড হুক’ ব্যবহার করে তেজসের মতো আধুনিক যুদ্ধবিমানও ওঠানামা করতে পারবে এই বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে৷