Fake Police: নকল পুলিশ বলেন্দ্র দেববর্মাকে আসল পুলিশের কাছে রিমান্ডে পাঠাল আদালত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ আগস্ট।। নকল পুলিশকাণ্ডে ধৃত বলেন্দ্র দেববর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের পুলিশ রিমান্ড দিল আদালত৷ বুধবার এডিনগর থানার পুলিশ ধৃত বলেন্দ্রকে আদালতে হাজির করে রিমান্ডের আর্জি জানায়৷ আদালত পুলিশের আর্জি মেনে ধৃতকে তিনদিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠায়৷ প্রসঙ্গত, ধৃত বলেন্দ্র দেববর্মা কুখ্যাত অপরাধী হিসেবে পুলিশের খাতায় চিহ্ণিত রয়েছে৷ সে খুনের মামলার পাশাপাশি অপহরণ এবং মানুষের সাথে প্রতারণার একাধিক মামলায় মুখ্য অভিযুক্ত৷

বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷ ২০১৭ সালে খুমুলুঙেও গাড়ি চালক জীবন দেবনাথ খুনকাণ্ডেও সে অভিযুক্ত ছিল৷

সেই মামলায় সে জামিনে মুক্ত হয়ে পরবর্তীকালে একাধিক অপরাধ সংগঠিত করে৷ আমবাসা রেলস্টেশনেও সে একসময় পুলিশ সেজে মানুষের সাথে প্রতারণা করত৷ জিআরপি থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে৷

সম্প্রতি সে এডিনগর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের পোশাক পরে পুলিশ সেজে ঘুরাফেরা করত৷ পুলিশের সাব ইনস্পেক্টর সেজে সে আগরতলার অভয়নগর, লেইক চৌমুহনি এবং এডিনগর সহ বিভিন্ন এলাকায় নকল পুলিশ হয়ে ঘুরাফেরা করত৷

তার টার্গেট ছিল গ্রাম পাহাড় থেকে আগত উপজাতি সহজ সরল অংশের লোকজন৷ সে তাদের কাছে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে টাকা আদায় করত৷ সম্প্রতি এডিনগরে সে তৈদু বাড়ি থেকে আগত গ্রেপ্তার মলসমকে প্রতারিত করে৷

তাকে মামলায় জড়ানোর হুমকি দিয়ে প্রথমে ৩৬ হাজার টাকা নিয়ে যায়৷ গতকাল দ্বিতীয়বার টাকা নিতে আসলে গ্রেপ্তার মলসমের সন্দেহ হয়৷ সে অন্যান্য ব্যবসায়ীদের বিষয়টি জানায়৷

স্থানীয়রা একজোট হয়ে নকল পুলিশকে ধরে আসল পুলিশকে খবর জানায়৷ এডিনগর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে৷ পুলিশ তার অতীত ইতিহাস খোঁজে বের করে৷

পুলিশ এই কুখ্যাত অপরাধীকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করে৷ মামলা নম্বর ৫০/২০২১৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সাম্প্রতিককালে প্রতারণা সহ তার বিভিন্ন অপরাধের তথ্য জানতে পারবে বলে ধারণা করছে৷

এডিনগর থানার পুলিশ বুধবার রাত থেকেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?