অনলাইন ডেস্ক, ৫ আগস্ট ।। একটুর জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হল ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়ার। শেষ ১০ সেকেন্ডের লড়াইয়ে নিশ্চিত ব্রোঞ্জ পদক হাতছাড়া হল তাঁর।
সান মারিনোর মাইলস আমিনকে ৮৬ কেজি বিভাগের লড়াইয়ে হারিয়ে অলিম্পিক্সের ব্রোঞ্জ ম্যাচে হারলেন দীপক।
খেলার ফল ছিল ৪-২। এদিনের ম্যাচে শুরুটা ভালো করেছিলেন দীপক। শুরুতে এগিয়ে থেকেও হেরে যেতে হল তাঁকে।
মাইলস ম্যাচের শুরু থেকে আক্রমণ শুরু করলেও পয়েন্ট নিতে দেননি পুনিয়া। উল্টে মাইলসকে প্যাঁচে ফেলে শুরুতেই দুটি পয়েন্ট তুলে নেন তিনি।
যদিও তিন মিনিটের বিরতি শেষ হওয়ার আগে প্রতিপক্ষ পুনিয়াকে রিংয়ের বাইরে নিয়ে গিয়ে একটি পয়েন্ট পান মাইলস। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ করতে থাকেন পুনিয়া।
যদিও শেষ মুহূর্তে পুনিয়াকে প্যাঁচে ফেলে জয় তুলে নেন মাইলস। শেষ মুহূর্তে রেফারিকে চ্যালেঞ্জ করা হলেও তা দীপক পুনিয়ার বিপক্ষে যায়। শেষ মুহূর্তের ভুলে ব্রোঞ্জ হাতছাড়া করলেন দীপক।