Barning Van: চলন্ত মারুতি গাড়ির ইঞ্জিন ব্লাস্ট হয়ে আগুন, অল্পেতে রক্ষা পেলেন চালক

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৪ আগস্ট।। চলন্ত মারুতি গাড়ি পুড়ে ছাই৷ ঘটনা বুধবার রাধাকিশোরপুর থানাধীন খিলপাড়া ভাঙারপার চৌমুহনি এলাকায়৷

এদিন টিআর০১আর০২৫৮ নম্বরের একটি সিএনজি চালিত চলন্ত মারুতি গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গাড়ির ইঞ্জিন ব্লাস্ট হয়ে সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়৷ এই ঘটনায় অল্পে রক্ষা পায় গোটা এলাকা৷

প্রানে বেঁচে যায় গাড়ি চালক৷ ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ যদিও দমকল কর্মীরা পৌঁছার আগেই গাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়৷

প্রত্যক্ষদর্শীদের অভমত গাড়িতে আগুন লাগার পর গাড়ি চালক আকাশ সাহা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন৷

খবর দেয় উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের৷ খবর পেয়ে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন৷

সিএনজি চালিত গাড়িতে অগ্ণি সংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?