Blocked: জল, বিদ্যুৎ ও রাস্তা সংস্কারের দাবীতে মনুতে ক্ষুব্ধ জনতার অবরোধ আন্দোলন

স্টাফ রিপোর্টার, আমবাসা, ৪ আগস্ট।। রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় নামলো গ্রামবাসী৷ দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে আসাম-আগরতলা জাতীয় সড়ক৷ ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনুঘাট বাজার এলাকায়৷ দাবি ছিল দীর্ঘদিন অচলাবস্থায় থাকা মনু চিচিংছড়া পর্যন্ত ভগ্ণ রাস্তার সংস্কার এবং পানীয় জলের ব্যবস্থা করার৷

দলমত নির্বিশেষে জারুলছড়া ও চিচিংছড়ার সাধারণ মানুষ অবরোধে অংশগ্রহণ করে৷ ২০০৬ সালে এইচএসসিএল কোম্পানি মারফৎ এই রাস্তার কাজ করা হয়৷ বছর ঘুরতে না ঘুরতেই রাস্তাটা ভগ্ণদশা প্রাপ্ত হয়৷ তারপর আর সংস্কার হয়নি৷ বৃষ্টির দিনে যাতায়াত প্রায় বন্ধ হয়ে পড়ে।

এই ভাঙা রাস্তার বড় গর্তে পড়ে শুধু আহত হয়েছে এমন নয় মৃত্যুরও   সাক্ষী রয়েছেন এলাকাবাসী৷ দীর্ঘদিন ধরে আবেদন করেও লাভের কিছুই হয়নি৷ ফলে বুধবার সকাল ১০ টা নাগাদ জারুলছড়া ও চিচিংছড়ার মানুষ মনুঘাট বাজারে জাতীয় সড়ক অবরোধ করে৷

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমাশাসক সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা৷ অবরোধের পর আটকে পড়ে সমাজকল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমার কনভয়৷ প্রথম গাড়ি ঘুরিয়ে নিলেও পরে অবরোধকারীদের সাথে কথা বলতে আসেন৷

অবরোধকারীদের সাথে কথা বলেন এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা দেখবেন বলে আশ্বস্ত করেন৷ কিন্তু অবরোধকারীরা দাবি জানায় মন্ত্রীকে লিখিত দিতে৷ কিন্তু তিনি তা পারবেন না বলে সাফ জানান৷ না পারলে মন্ত্রীকে ফিরে যেতে বলেন তারা৷

এই সময় মন্ত্রীর সিকিউরিটিতে থাকা এক জওয়ান অরুণ দাস নামে এক ব্যক্তিকে ধাক্কা দিলে উত্তপ্ত হয়ে উঠে অবরোধস্থল৷ যদিও মনু থানার ওসি এর তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়৷ অবস্থা বেগতিক দেখে কেটে পড়েন মন্ত্রী৷

পরে মহকুমাশাসক সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা মনু থেকে চিচিংছড়া রাস্তা পরিক্রমা করেন৷ কিন্তু বেহাল রাস্তার জন্য বেশিদূর যেতে পারেননি৷ একমাসের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে এই মর্মে লিখিত দিলে পরে অবরোধ উঠে৷

এখানে উল্লেখ্য, এইচএসসিএল কোম্পানি মারফৎ বর্তমানে এই রাস্তার কাজের বরাত পেয়েছে সঞ্জীব প্রসাদ নামে এক ঠিকাদার৷ কেন কাজ শুরু করতে গাফিলতি করছে সে বিষয়টিও মহকুমাশাসক দেখবেন বলে কথা দেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?