অনলাইন ডেস্ক, ৫ আগস্ট।। মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রাখার জন্য এখন অনুতপ্ত বিল গেটস। এপস্টেইনের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ ছিল।
গেটস বুধবার সিএনএনকে বলেন, ‘তার সঙ্গে সময় কাটানোটা বিশাল ভুল ছিল। ’গেটসের দাবি, ‘জেফরি এপস্টেইনের সঙ্গে মিশেছি যাতে বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা নিরসনে আরও তহবিল জোগাড় করা যায়। ’
অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌন নির্যাতনের অভিযোগে এপস্টেইনকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০০৮ সালে ফ্লোরিডায় নাবালিকাকে শারীরিক সম্পর্ক করতে চাওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
পরে তার দণ্ড হয়। ২০১৯ সালের আগস্ট মাসে নিউইয়র্কের কারাগারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, তিনি আত্মহত্যা করেছেন বলে জানানো হয়।
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ মেলিন্ডা গেটসের বিচ্ছেদের একটি সূত্র বলে ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে বলেছে।
২০১৩ সালে গেটস দম্পতি জেফরি এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করার পর মেলিন্ডা তার স্বামীকে এ নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন।