স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ আগস্ট।।
রাজ্যে ২০২১ সালের ১৯ মে থেকে মাতৃদুগ্ধ প্রদানকারী মা এবং ৭ জুলাই, ২০২১ থেকে গর্ভবতী মহিলাদের কোভিড টিকা দেওয়া হচ্ছে। করোনা টিকা মাতৃদুগ্ধ প্রদানকারী মা এবং গর্ভবতী মহিলাদের জন্য সম্পূর্ণ সুরক্ষিত এবং নিরাপদ।
আজ জাতীয় স্বাস্থ্য মিশনের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মলনে বিধায়ক তথা আই জি এম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা. দিলীপ দাস একথা জানান।
জাতীয় স্বাস্থ্য মিশন এবং ফেডারেশন অব ওবস্ট্রেকটিস ও গায়নোকলজি সোসাইটি অব ইন্ডিয়ার ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে ডা. দাস আরও জানান, কোভিড টিকাকরণ নিয়ে মাতৃদুগ্ধ প্রদানকারী মা এবং গর্ভবতী মহিলাদের মধ্যে যে সংশয় রয়েছে তা দূর করার জন্য প্রতিনিয়ত মাতৃদুগ্ধ প্রদানকারী মা, গর্ভবতী মহিলা এবং তাদের পরিবারকে চিকিৎসক, আশা ও স্বাস্থ্যকর্মীগণ কাউন্সিলিং করছেন।
হাসপাতালের প্রতিটি প্রাক প্রসব চিকিৎসা সেশনে টিকা নেওয়ার জন্য আগত গর্ভবতী মহিলাদের সচেতন করা হচ্ছে। এর ফলে রাজ্যে এখন মাতৃদুগ্ধ প্রদানকারী মা ও গর্ভবতী মহিলাদের কোভিড টিকাকরণের হারও অনেক বেড়েছে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এজিএমসি ও জিবিপি হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা: জয়ন্ত রায়, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা: মহবুল রেহমান, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা: মঙ্গল দেববর্মা, টিএমসি’র স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা: বাপ্যাদিত্য সোম, স্টেট ইমিউনাইজেশন অফিসার ডা: মৌসুমী সরকার এবং ইউএনডিপি’র এসপিও ডা: সুপ্রতিম বিশ্বাস।