অনলাইন ডেস্ক, ৩ আগস্ট।। স্বপ্ন ভাঙল স্বাগতিক জাপানের। তাদের কাঁদিয়ে টোকিও অলিম্পিকের পুরুষ ফুটবল ইভেন্টের ফাইনাল উঠল স্পেন।
মঙ্গলবার সাইতামা স্টেডিয়ামে দুই দলের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিতে ১-০ গোলে জয় তুলে নেয় স্পেন।
নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষের পর ১১৫তম মিনিটে বাঁকানো শটে দলকে এগিয়ে নেন মার্কো আসেনসিও। যে গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য লিখে দেয়।
১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে সবশেষ ফুটবলের স্বর্ণ জিতেছিল স্পেন। ২০০০ সালে সিডনির আসরে হয়েছিল রানার্সআপ।
এবার দলটির সামনে ফের স্বর্ণ জয়ের হাতছানি। এ জন্য ফাইনালে ব্রাজিলকে হারাতে হবে তাদের।
এদিন প্রথম সেমিফাইনালে ২০১৬ আসরের স্বর্ণ জয়ী ব্রাজিল হারিয়েছে মেক্সিকোকে। গোলশূন্য সমতার পর টাইব্রেকারে মেক্সিকোকে ৪-১ ব্যবধানে হারায় তারা। শনিবার স্বর্ণ পদকের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও স্পেন।