অনলাইন ডেস্ক, ৪ অগাস্ট।। টোকিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন। সেই সঙ্গে ভাঙলেন নিজের গড়া আগের রেকর্ডও।
২১ বছর বয়সী ম্যাকলাফলিন তার ইভেন্টে দুর্দান্ত দৌড়ে বাধা পেরোতে সময় নিয়েছেন ৫১.৪৬ সেকেন্ড। ৫১.৫৮ সেকেন্ড সময় নিয়ে রোপা জিতেছেন তার স্বদেশি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ৩১ বছর বয়সী দালিলাহ মুহাম্মদ। ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের ফেমকে বল।
ম্যাকলাফলিন এর আগে জুনে বিশ্বরেকর্ড গড়েন ৫১.৯০ সেকেন্ড সময় নিয়ে। ৪০০ মিটারের হার্ডলসে প্রথম নারী হিসেবে ৫১ সেকেন্ডের কম সময়ে এই রেকর্ড গড়লেন ম্যাকলাফলিন।