স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৪ আগস্ট।।সিএনজি এবং পাইপলাইনে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এসইউসিআই। বুধবার আগরতলা শহরে এই প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়।
করোণা পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক অবস্থা যখন বিপর্যস্ত ঠিক সেইসময়ে টি এন জি সি এল সিএনজি এবং বাড়িঘরে পাইপলাইনে গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে মূল্য বৃদ্ধি করেছে। টি এন জি সি এলের এ ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে এসইউসিআই।
সিএনজি মূল্য প্রতি কেজিতে 2 টাকা বৃদ্ধি করা হয়েছে। পাইপলাইনে বাড়িঘরে গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে প্রতি ইউনিট মূল্য বৃদ্ধি করা হয়েছে এক টাকা।
তাতে মানুষ সমস্যায় পড়েছেন। অবিলম্বে জনস্বার্থবিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কৃষ্ণনগরস্থিত অফিসের সামনে তারা এদিন প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেন। তাদের দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।
পরিষেবার মান আরও উন্নত করতে হবে। প্রতিমাসে নিয়মিত ভাবে মিটার রিডিং করে গ্রাহদের বাড়ি বাড়ি বিলের কাগজ পৌঁছে দিতে হবে।