অনলাইন ডেস্ক, ৪ আগস্ট।। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বিল্ডিংয়ের বাইরে মঙ্গলবার গুলিবদ্ধ হওয়ার পর এক পুলিশ অফিসার মারা গেছেন। তিন আইন প্রয়োগকারীর সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।
পেন্টাগনের নিরাপত্তায় নিয়োজিত পেন্টাগন সুরক্ষা বাহিনী সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওই পুলিশ অফিসারের মৃত্যু নিশ্চিত করে।
পুলিশ অফিসারটি রিপোর্ট পাওয়ার ঘণ্টাখানেক পর তারা জানায়, ‘আজ সকালে পেন্টাগনে এক পেন্টাগন পুলিশ অফিসারের মর্মান্তিক মৃত্যুতে পেন্টাগন সুরক্ষা বাহিনী সংস্থা গভীরভাবে শোকাহত। আমাদের চিন্তা ও প্রার্থনা ওই অফিসারের পরিবারের সঙ্গে আছে। ’
সঠিক কী কারণে ও কীভাবে পুলিশ অফিসারটি গুলিবিদ্ধ হয়েছেন সেই ঘটনা এখনো অপরিষ্কার। মঙ্গলবার অপরাহ্ণে এক প্রেস ব্রিফিংয়ে পেন্টাগন কর্মকর্তারা এই বিষয়ে সামান্য জানান।