স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ আগস্ট।। সকল ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দিতে হবে। পরীক্ষা-ই যেখানে হয়নি সেখানে কিসের ভিত্তিতে ফেল করানো হয়েছে? সিবিএসই ৯৯ শতাংশের ওপর ছাত্র-ছাত্রীদের পাশ করিয়েছে।
এই সমস্ত প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাড়ির সামনে বিক্ষোভ আন্দোলনে শামিল হয় ডানপন্থী ছাত্র সংগঠন এনএসইউআই। উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রীরা তাতে সামিল হয়। তারা পথ অবরোধও বসে।
এদিনের এই আন্দোলন কর্মসূচির নেতৃত্বে ছিলেন এনএসইউআই’র রাজ্য কমিটির সহ-সভাপতি সম্রাট রায়। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলনের আগাম কোন খবরই ছিল না পুলিশের কাছে।
আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। আন্দোলনকারীদের কিছুটা বলপূর্বক অস্থায়ীভাবে আটক করে নিয়ে যাওয়া হয়।
তাতে কতিপয় ছাত্র-ছাত্রী অল্পবিস্তর আহত হয়। সম্রাট জানান এনএসইউআইয়ের এই আন্দোলন কর্মসূচিতে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা শামিল হয়।
তিনি প্রশ্ন তোলেন করোনা পরিস্থিতিতে যেখানে পরীক্ষায় হয়নি, সেখানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কিসের ভিত্তিতে এতসংখ্যক ছাত্র-ছাত্রীদের অকৃতকার্য হিসেবে ঘোষণা দিয়েছে ?
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে পর্ষদ ও শিক্ষা দপ্তর ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেন তিনি। এনএসইউআই কারোর হয়ে দালালী করে না, শিক্ষার্থীদের পাশে আছে বলে জানান।
সমস্ত শিক্ষার্থীদের পাশ করিয়ে না দেওয়া হলে আন্দোলন চলবে বলে জানিয়ে দেন তিনি।