অনলাইন ডেস্ক, ৪ অগাস্ট।। ভেঙে পড়েছে অর্থনীতি, সরকারি কোষাগারে নেই অর্থ। এমতবস্থায় দাঁড়িয়ে এবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারি বাসভবন ভাড়া দিয়ে আয়ের রাস্তা পেতে চায় পাক সরকার।
সেই দেশের একটি স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে এই কথা জানা যাচ্ছে।উল্লেখ্য প্রথম থেকেই ইমরানের বাসভবনকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার কথা ভেবেছিল তেহেরিক- ই- ইনসাফ সরকার। সেই কারণেই ২০১৯ সালের অগস্ট মাস থেকেই সরকারি বাসভবন খালি করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।তবে সে দেশের একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে আপাতত সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।
এইবার থেকে ওই বাসভবনটিকে সাংস্কৃতিক, শিক্ষামুলক প্রভৃতি নানা অনুষ্টানের জন্য ভাড়া দেওয়া হবে। শুধু তাই নয় এই ঐতিহ্যপূর্ণ ভবন ভাড়া দেওয়া হলেও সেখানে যাতে কোনও রকম বিশৃঙ্খলা না ঘটে তার দিকে কড়া নজর থাকবে পাক সরকারের।