অনলাইন ডেস্ক, ৪ আগস্ট।। ওমান উপসাগর থেকে পানামা-পতাকাধারী এক জাহাজ ছিনতাই করেছে সশস্ত্র ব্যক্তিরা। ছিনতাইয়ের পর জাহাজটিকে ইরানের উদ্দেশ্যে যাত্রা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে লয়েডস লিস্ট ম্যারিটাইম ইন্টেলিজেন্স। বিটুমিন ট্যাংকার এমভি অ্যাশফল্ট প্রিন্সেস নামের জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাচ্ছে জানিয়েছে তারা।
কে বা কোন উদ্দেশ্য এই জাহাজ ছিনতাই করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে বিশ্লেষকেরা বলছেন, এই ছিনতাইয়ের পেছনে ইরানিয়ান বাহিনীকে সন্দেহ করা হচ্ছে।
তবে তেহরানের বিরুদ্ধে একে ‘শত্রুতামূলক’ প্রচারণা দাবি করে ছিনতাইয়ে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে ইরানের বিপ্লবী গার্ডস।
ওমানে ড্রোন হামলায় ইসরায়েলের মালিকানাধীন এক তেলবাহী জাহাজ আক্রমণের এক সপ্তাহের কম ব্যবধানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটল। ওই ড্রোন হামলায় দুজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছিলেন। তাদের একজন ব্রিটিশ ও অন্যজন রোমানিয়ান।
এর জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল ইরানকে দোষী সাব্যস্ত করেছিল। তবে খুব জোরালোভাবে নিজেদের দোষ অস্বীকার করে ইরান।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার জানিয়েছেন, এমভি অ্যাশফল্ট প্রিন্সেসের মালিক দুবাই ভিত্তিক এক কোম্পানি।
যাদের আরেকটি জাহাজ দুই বছর আগে ছিনতাই করেছিল বিপ্লবী গার্ডস।
তিনি আরও জানান, ৯ জন সশস্ত্র ব্যক্তি এমভি অ্যাশফল্ট প্রিন্সেসে রয়েছে এবং জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশের মুখে রয়েছে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল সরবরাহ হয়।