অনলাইন ডেস্ক, ৪ অগাস্ট।। জাপানে ভূমিকম্প, কেঁপে উঠল টোকিওর অলিম্পিক গেমস ভিলেজ। প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভব করেন আ্যথলিটরা। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬।
টোকিয়োতে উপস্থিত থাকা এক সাংবাদিক টুইট করে লেখেন, ‘টোকিয়োতে ভূমিকম্প হচ্ছে। গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।’ আরেকজন টুইট করে লেখেন, ‘প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম।’
সেই সময় একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক সম্প্রচার করছিলেন তিনিই প্রথম তুলে ধরেন ভূমিকম্পের বিষয়টি। তবে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। পাশাপাশি অলিম্পিক কর্তৃপক্ষ জানিয়েছেন গেমস ভিলেজের বাড়ি গুলি গুলি ভূমিকম্প প্রতিরোধক করেই গড়ে তোলা।