অনলাইন ডেস্ক, ৪ আগস্ট।। অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে। প্রায় ২০ কোটি ছাড়িয়ে গেছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ। মারা গেছেন সাড়ে ৪২ লাখের বেশি মানুষ।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের তথ্য অনুযায়ী, বিশ্বে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ২০ কোটি ২ লাখ ৮০ হাজার ৬৩২ জনে দাঁড়িয়েছে।
এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৪২ লাখ ৫৮ হাজার ৯২৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৫ লাখ ৪৪ হাজারের বেশি।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৬ লাখ ১৭ হাজার ৩৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৯ হাজার ৯৬২ জন।
যুক্তরাষ্ট্র ৩ কোটি ৬০ লাখ ৪৯ হাজারে বেশি সংক্রমণ এবং প্রায় ৬ লাখ ৩০ হাজার ৪৯৭ মৃত্যু নিয়ে সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে।
সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে ৩ কোটি ১৭ লাখ ৬৯ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। আর ৪ লাখ ২৫ হাজার ৭৮৯ প্রাণহানি নিয়ে মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে।
সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৭৩ জন। দেশটিতে মারা গেছেন ৫ লাখ ৫৮ হাজার ৫৯৭ জন যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।
জোরদার টিকাদান কর্মসূচি সত্ত্বেও করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বিশ্বজুড়ে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। বিভিন্ন দেশে সংক্রমণের দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে।