Connectivity: বক্স কালভার্ট নির্মাণ না করায় কৃষিপন্য বাজারজাত করতে পারছেন না চাষীরা

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৪ আগস্ট।।তেলিয়ামুড়া ব্লকের চিন্দ্রাই ছড়ার উপর একটি বক্স কালভার্ট নির্মাণের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন এলাকার জনগণ ও লেবু চাষিরা। কিন্তু এখনো পর্যন্ত বক্স কালভার্ট তৈরি করে দেওয়া হয়নি।

তাতে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। চিন্দ্রাই ছড়ার উপর একটি বক্স কালভার্ট নির্মাণ হলে এলাকার লেবু চাষীদের ভাগ্যের চাকা ঘুরে যেত ‌। উৎপাদিত লেবু সহজে বাজারজাত করার সুযোগ পেয়ে আর্থিক দিক দিয়ে লাভবান হয় তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পেত।

প্রায় ২০/২৫ বছর যোগাযোগ ব্যবস্থা কারণে তারা এমন দুরবস্থায় পড়েছে। ঘটনা তেলিয়ামুড়া আর ডি ব্লকের পশ্চিম হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতের বাঙালি কলোনি এলাকায়। দিন, মাস, বছর পেরিয়ে গেলেও ওই এলাকাবাসীদের দাবি বাস্তবে পরিণত হয়নি।

ছড়ার উপর বাঁশের অস্থায়ী সাঁকোর উপর দিয়ে মানুষজন চলাফেরা করতে হচ্ছে। নিজেদের জীবন বাজি রেখেই আবাল-বৃদ্ধ-বনিতা সাঁকোর উপর দিয়ে যাতায়াত করে। পশ্চিম হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতের বাঙালি কলোনি এলাকায় প্রায় ৩০ পরিবার মানুষজনদের বসবাস।

অধিকাংশ মানুষজন লেবু চাষ আবাদ করেই জীবন জীবিকা নির্বাহ করে চলেছেন । কিন্তু চিন্দ্রাই ছড়ার উপর একটি বক্স কালভার্ট নির্মাণ করে দেওয়ার জন্য এলাকাবাসীরা দাবি বারবার উপেক্ষিত হচ্ছে ।

বাঙালি কলোনীর বাসিন্দারা বাম আমলে যেমন আশ্বাস পেয়েছিল, তেমনি রাম আমলেও একই অবস্থা। আশ্বাস বাণী ছাড়া বাস্তব সমস্যার কোনো সমাধান হচ্ছে না। তারা তাদের চাষাবাদের পর লেবু বাজারজাত করতে পারেন না সঠিকভাবে।

অবিলম্বে ছড়ার উপরে একটি বক্স কালভার্ট তৈরি করে দেওয়ার জন্য এলাকার লেবু চাষিরা এবং স্থানীয় বাসিন্দারা জোরালো দাবি জানিয়েছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?