স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ আগস্ট।।
নিয়মিত সভা করা, সময়ের কাজ সময়ে শেষ করা, সঠিক পদ্ধতি মেনে বরাদ্ধ অর্থ খরচ করা, যাবতীয় রেকর্ড রেজিষ্ট্রার সঠিক ভাবে রক্ষনা বেক্ষন করা, ই-পঞ্চায়েতের পূর্ণ সদ্ ব্যবহার সহ সঠিক সময়ে পরিকল্পনা গ্রহন ও বরাদ্ধ অর্থের সঠিক সময়ে খরচ করা ইত্যাদি বিষয়ে ভারত সরকার কর্তৃক পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদকে ‘দীন দয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্বশক্তিকরন’ পুরস্কারে পুরস্কৃত করা হয়।
এক বৈঠকে উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা একথা বলেন। তিনি জানান, ২০১৯ সালে প্রাপ্ত এই পুরস্কারের অর্থমূল্য ৫০(পঞ্চাশ) লক্ষ টাকা।
এই অর্থের মধ্যে মোট ২৩.০২ লক্ষ টাকা খরচ করে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের অন্তর্গত পাচটি ব্লকের মোট ৩১৪ জন মহিলা বেনিফিসিয়ারীর মধ্যে সেলাই মেশিন বন্টন করা হয়।
করোনা পরিস্থিতির কারনে পাঁচটি ব্লক থেকে স্বল্প সংখ্যক ৩৯ জনের মধ্যে আজ এই মেশিন গুলি বিতরন করা হয়। অন্য মেশিন গুলি ব্লকের মাধ্যমে বিতরনের কাজ চলছে।
উল্লেখ্য একই উদ্দেশ্যে ২০১৮ সালে এই জিলা পরিষদকে একই ভাবে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। পরপর দুইবার এই জাতীয় পুরস্কার যাহা একটি উল্লেখ্য যোগ্য ঘটনা৷