অনলাইন ডেস্ক, ৪ আগস্ট।। আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশি কয়েকজন।
মঙ্গলবার প্রচণ্ড বৃষ্টিপাতের সময় এ দুর্ঘটনা ঘটে বলে সরকার ও স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি ও রয়টার্স’র।
দুর্বল যোগাযোগ ও যানবাহন ব্যবস্থাপনার কারণে সাবেক ফরাসি উপনিবেশ এ দেশে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
সরকারি টুইটার বার্তায় জানায়, এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও আরও অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন।
এতে বলা হয়, ‘জামবৌগৌতে সড়ক দুর্ঘটনার পর প্রাথমিকভাবে নিহতের এ তথ্য পাওয়া যায়। ’
এ দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। তবে নিহতের সংখ্যা ৪১ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মধ্য সেগো অঞ্চলের গভর্নর আলাসানিত্রাওরি এএফপি’কে বলেন, কৃষি পণ্যবাহী একটি লরির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে রাস্তায় স্বল্প দূরত্বে দেখতে না পাওয়ার কারণে তা ঘটে বলে জানা গেছে। ‘