Vaccination: রাজ্যে ভ্যাকসিন কর্মসূচি ৯০ শতাংশ সফল, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিজেপির

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ আগস্ট।।রাজ্যে কোভিড ভ্যাকসিন কর্মসূচি ৯০ শতাংশ সফল করায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর কর্মসূচি হাতে নিলো বিজেপি বনমালীপুর মণ্ডল এবং বিজেপি সদর শহর জেলা কমিটি৷

সোমবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে আশ্রম চৌমুহনি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ধন্যবাদ জানান নেতা ও কার্যকর্তারা৷

মণ্ডল সভাপতি দীপক কর বলেন, করোনার দ্বিতীয় ঢেউ-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষের ১৩৫ কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

অথচ অন্যান্য উন্নতশীল দেশ তাদের দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি৷ ভারতের প্রধানমন্ত্রী বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর জুলাই মাসের মধ্যে প্রায় ৫০ কোটি লোককে টিকা দেওয়ার কাজ সম্পন্ন করেছে৷

একই সঙ্গে ভারতের ৮০ কোটি মানুষকে এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আট মাস ব্যাপী বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে দিয়েছেন৷ এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই এই কর্মসূচি৷

এদিনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী ও জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন অতিদ্রুত ১০০ শতাংশ টিকা করণের কাজ সম্পন্ন করতে৷

সেই মোতাবেক মুখ্যমন্ত্রীও বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছেন৷ এই ক্ষেত্রে মণ্ডল ভিত্তিক যারা কাজ করে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে নামের তালিকা তৈরি করে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে৷

সকলের সম্মিলিত চেষ্টায় ৯০ শতাংশ ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন হওয়ায় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানানো হয় ৯ বনমালীপুর মণ্ডলের পক্ষ থেকে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?