`
অনলাইন ডেস্ক, ৩ অগাস্ট।। অলিম্পিকের ১০৯ বছরের ইতিহাসে প্রথমবারের মত স্বর্ণ ভাগাভাগি করেছে দুই অ্যাথলেট। সর্বশেষ ১৯১২ সালে স্বর্ণ পদক ভাগাভাগির ঘটনা ঘটেছিল।
সোমবার পুরুষদের হাই-জাম্পে সোনা ভাগাভাগি করেন কাতারের মুতাজ বারশিম ও ইতালির গিয়ানমার্কো টাম্বেরি। দুজনই ফাইনালে ২.৩৭ মিটার উচ্চতা অতিক্রম করেন। এর মাধ্যমে কাতারকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রথম পদকটিও উপহার দিলেন বারশিম।
বেলারুশের মাকসিম নেডাসেকাও নতুন জাতীয় রেকর্ড গড়ে সমান উচ্চতা অতিক্রম করলেও আগের ব্যর্থতার কারণে স্বর্ণ পদকে ভাগ বসাতে পারেননি।
৩০ বছর বয়সী বারশিম ও ২৯ বছর বয়সী টাম্বেরি উভয়ই শেষ পর্যন্ত ২.৩৯ মিটার উচ্চতা তিনবার চেষ্টা করেও অতিক্রম করতে ব্যর্থ হলে দুজনকেই প্রথম হিসেবে ঘোষণা করা হয়।