স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩ আগস্ট।। গোমতী জেলার উদয়পুরেও অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে উদয়পুরের রমেশ চৌমুহনীতে আগরতলার সাব্রুম জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে ছাত্র-ছাত্রীরা।
তাতে যানবাহন আটকে পড়ে দুর্ভোগ চরম আকার ধারণ করে।উদয়পুর কে.বি. আই স্কুলের ১৫০ জন মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে মাএ ৬২ জন ছাএ পরীক্ষায় পাস করেছে।বাকীরা পাস করতে না পারায় মঙ্গলবার অকৃত কার্য ছাএরা উদয়পুর সাবরুম জাতীয় সড়ক রমেশ চৌমুহনীতে পথ অবরোধে বসে।
খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এবং রাধা কিশোর পুর থানার ওসি রাজীব দেবনাথ অবরোধ স্থলে ছুটে যান। পুলিশ , টিএসআর ও মহিলা পুলিশ নিয়ে পথ অবরোধের স্থলে গিয়ে ছাএদের পথ অবরোধ মুক্ত করার চেষ্টা করা হয়।
গোমতী জেলার শিক্ষা দপ্তরের আধিকারিদের খবর দেওয়া সত্যে এক ঘন্টা পর শিক্ষা দপ্তরের ওএসডি জে,পি রিয়াং ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ মুক্ত করেন।
এদিকে ছাএদের বক্তব্য যেখানে পরীক্ষা গ্রহণ করা হয়নি সেখানে পাস ফেলের কোন প্রশ্ন উঠতে পারে না। সবাইকে পাস করানোর দাবি জানানো হয়।
এদিকে সড়ক অবরোধের ফলে অবরোধ স্থলের দুপাশে বহু যানবাহন আটকে পড়ে।পথ চলতি জনগনকে অসুবিধার সম্মুুখীন হতে হয় ।