Protests: ত্রিপুরায় অভিষেক-এর কনভয়ে হামলা, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি

অনলাইন ডেস্ক, ৩ অগাস্ট।। ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার প্রতিবাদ জানিয়ে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির ছবি ধরা পড়ল ।বসিরহাট মহকুমার কলকাতা-বাসন্তী হাইওয়ের সন্দেশখালি ব্লকের সরবেড়িয়ায় মঞ্চ বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে বাসন্তী হাইওয়ে মিছিল করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হল। সীমান্ত থেকে সুন্দরবন একই চিত্র দেখা গেল। এদিন তৃণমূল নেতা-কর্মী সমর্থকরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন ব্যানার নিয়ে প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ শাহজাহান, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা সহ শতাধিক নেতা-কর্মী-সমর্থকরা ।

এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম ও দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি, ব্লক সভাপতি শাহানুর মন্ডল, বসিরহাট ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শরিফুল মন্ডল, বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি প্রমূখ হাজির ছিলেন।

এদিন টাকি রোডের সাকচুড়া ও মাটিয়াতে কয়েকশ জন নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে অবস্থান বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি করেন। পাশাপাশি টাকি রোড সাকচুড়া এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুশপুতুল দাহ করা হয়।

এদিন তৃণমূল নেতারা বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করা হচ্ছে, কেন্দ্রের বিরুদ্ধে তা যেকোনো মূল্যে প্রতিহত করার চেষ্টা করছে। দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। আগামী দিন এই ভাবে চললে তৃণমূল সারা দেশজুড়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করবে বলে হুমকি দেন তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?