Pegasus Spyware: পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছে মহিলা সাংবাদিকের মোবাইল ফোন

অনলাইন ডেস্ক, ৩ অগাস্ট।। আদতে লেবাননের বাসিন্দা হলেও ঘাদা ওয়েসিস সৌদি আরবের একটি প্রথম সারির সংবাদপত্রের মহিলা সাংবাদিক। ঘটনাটি ঘটে গত বছরের জুন মাসে। হঠাৎই এক সহকর্মী সাংবাদিক ঘাদাকে ফোন করে বলেন টুইটার দেখতে। নিজের টুইটার খুলে চমকে যান ওই মহিলা সাংবাদিক। দেখেন তাঁর ফোনে তোলা কিছু একান্ত ব্যক্তিগত ছবি ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছবি তো হুহু করে শেয়ার হয়েছে তার সঙ্গে কুরুচিকর মন্তব্য। পশ্চিমী দুনিয়ায় মহিলাদের পোশাকের খোলামেলা ছবি নিয়ে কোন প্রশ্ন না উঠলেও সৌদি আরবের মত রক্ষনশীল দেশে একজন মহিলা সাংবাদিকের ছবি এইভাবে ছড়িয়ে পড়ায় তীব্র আক্রমণের মুখে পড়তে হয় ঘাদাকে। তবে সব আক্রমণের জবাব দিয়েছেন ঘাদা।” তাঁর কথায় আমি একজন স্বাধীন,উদারপন্থী মানুষ, তাই পুরুষতান্ত্রিক সমাজ আমাকে দুবার আক্রমণ করতে ভাবেনা। আমার লেখা নিয়ে সমালোচনা এক বিষয়, কিন্তু এই ভাবে আমার ব্যক্তিগত জীবনের ছবি শেয়ার হয়ে যাওয়ায় আমার আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম”।

ঘাদার আরও দাবি তিনি তাঁর এই সমস্ত ছবি কোনদিন সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেননি। তার মোবাইল হ্যাক করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেনসিক গোয়েন্দা বিভাগের দাবি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছে এই সাংবাদিকের ফোন। ইজরায়েলি গোয়েন্দা সংস্থার এই স্পাইওয়্যারের কথা প্রকাশ্যে আসার পর সৌদি আরবের এই মহিলা সাংবাদিকের ঘটনা বাড়তি মাত্রা পেয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?